জীবন্ত কুকুর হ'য়ে যা তুই
খেয়ে নে উচ্ছিষ্ট ছাই ভস্ম আবশিষ্ট যা কিছু আছে
সবই খেয়ে নে তুই
এ পৃথিবীর সবই খেয়ে নে
বাকী রাখিসনে একটুও কিন্তু
ময়লা আবর্জনা ডাস্টবিন যা কিছু আছে
এক এক করে সবকিছুই খা
দেখিস আবার গোগ্রাসে গিলতে গিয়ে গলায়
আটকে যায়না যেন
খুব বেশি তাড়াহুড়ো করিস না
তুই-ই তো খাবি খাবিতো তুই-ই
তো আস্তে আস্তে খা একটু ধীরে ধীরে খা
দেখিস ধাক্কাধাক্কিতে আবার মানুষ হ'য়ে যাসনা
যেন
তুই জীবন্ত কুকুর হ'য়েই থাক সারাজীবন