বাড়ছে গরম তাপমাত্রা
. অবিরাম বাড়ছে
পশুপাখি জীবজন্তুর
জীবনটা জ্বলছে।
প্রকৃতি আজ ক্ষেপে গেছে
গরম তাপ ঢালছে
গায়ের চামড়া যাচ্ছে পুড়ে
কে সামলাবে তাল সে?
ঠোঁটের আগায় জিহ্বা কাঁদে
জনপদ পুড়ছে
তাপমাত্রা ভীষণ গরম
প্রকৃতি জ্বলছে।
গরম বেশি শরীর খারাপ
চোখটাও পুড়ছে
রোগ ব্যধিতে মানুষগুলো
কিছু আবার মরছে।
মৃত্যুর ঝুঁকি বাড়ছে ভারী
ঘরে সবাই বন্দী
মৃত্যুর সাথে গরমের
এযেনো এক সন্ধী।
ডাবের ভেতর পানি নেই
ডাব জলশূন্য
মানুষগুলো হাঁটছে তাদের
দেখায় ভারি রুগ্ন।
খরার তাপে কাঁপছে মাঠ
ফসলগুলো পুড়ছে
কৃষক কাঁদে অশ্রু জলে
বক্ষ হৃদয় ভাসছে ।
খিটখিটে মেজাজ সবার
কথা লাগে রুক্ষ
আঁখি দ্বয় মেলে দেখি
ব্যাপারটা খুব সূক্ষ্ম।