ক্রিকেট নিয়ে কথা বলার কেউতো আমি নই
খুঁত খুঁত করে মনযে আমার একটু না হয় কই।
টেস্ট নাকি ক্রিকেট খেলা বোদ্ধারা সব কয়
পাঁচদিন বসে টেস্ট দেখার আনন্দ কই রয়?
ওয়ানডেতে পঞ্চাশ ওভার খেললে দারুণ মজা
ব্যাটাররা সব ছক্কা মারে চার মারে সব সোজা।
হাততালি আর ঢোলের বাড়ী আনন্দ নাহি ধরে
দর্শকরা সব মাঠে বসে কতো যে গান করে।
এমন খেলার তুলনা কই?পাইনে কোথাও খুঁজে
এমন সময় টি-টোয়েন্টি আসলো যে চোখ বুজে।
টি-টুয়েন্টি ক্রিকেট খেলা মাঠে নামার আগেই
শেষ হয়ে যায় বিশ ওভারই খেলা শুরুর সাথেই।
টি-টোয়েন্টির কেমন মজা দর্শকরাই বলুন
আর না হলে আমার সাথে মাঠটি ছেড়ে চলুন।
কেউ বা বলছে এখন আবার ওয়ানডে গেছে মারা
কেউ বা বলছে চল্লিশ ওভার হোক না পঞ্চাশ ছাড়া।
দর্শকরা সব বলুন এবার কোনটায় মজা বেশি?
টি-টোয়েন্টি টেস্ট নাকি ওয়ানডের ঝিকিমিকি?
ওয়ানডের মতো মজা কিন্তু কোনো খেলায় নাই
পছন্দ কের হোক বা না হোক এবার আমি যাই।