ছুড়ে ফ্যালো আমাকে হিমালয়ের পাদদেশ থেকে
একেবারে ঠিক ওপর থেকে ছুড়ে ফ্যালো আমাকে
যেখান থেকে ছিটকে পড়লে কলঙ্কিত হয় পুরুষ
মানব নামের ঘৃণ্য প্রাণী আমি এক
আমি তো নই কোনো পুরুষ
ঘৃণা করো আমাকে একেবারে হৃদয়ের অন্তস্থল থেকে
ছুড়ে ফ্যালো চিরতরে দিগন্তের গোধূলী বেলায়
ধাক্কা মেরে ফেলে দাও আমাকে সমগ্র শক্তি দিয়ে
নিশ্চিহ্ন করে দাও আমাকে একেবারে ঠিক পাথরের
টুকরোর মতো
চূর্ণবিচূর্ণ করে ছেড়ে দাও আমাকে তোমার ইচ্ছে মতো
কুড়িয়ে নাও হৃদয়ে চিত্তে লুক্কায়িত অবিরাম খুশী যতো
ধাক্কা মারো আমাকে সজোরে ধাক্কা মারো
অনেক বেশী জোরে ধাক্কা মারো আমাকে
ফেলে দাও এভারেস্ট থেকে
ফেলে দাও সগরমাথা হোমো লাংমা থেকে
ফেলে দাও আন্দিজ পর্বতের চূড়া থেকে
ফেলে দাও মাউন্ট এভারেস্ট থেকে
ফেলে দাও কিওক্রাডাং থেকে
ফেলে দাও আকাশ থেকে
ছুড়ে দাও পাহাড় থেকে আমাকে একেবারে
সজোরে ধাক্কা মেরে ফেলে দাও কলঙ্কিত এ পুরুষ কে
ঘৃণার চোখে দেখে নাও একবার দেখে নাও পৃথিবীর নিকৃষ্ট
এ নপুংসককে