তোমার চুড়ির শব্দ আমার কানে আজও বাজে
প্রথম দেখার দিনে সেদিন মরেছিলে লাজে
লাল শাড়িটি পরলে তোমায় লাগতো দারুণ ভালো
গোলাপ ফুলের পাপড়ির মত ছড়িয়ে দিতে আলো।
আজও আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি কত
জোনাকির ঐ আলোয় তোমায় দেখতে থাকি শত
পারবে কি আর ফিরিয়ে নিতে প্রথম দেখার দিনে
থাকব বাঁধা তোমার কাছে আমার যত ঋণে।