পুরুষের চোখের ভেতরে থাকে একশো এককোটি চোখ
এই চোখের মধ্যে বাস করে হাজার কোটি তীর ধনুক
তারা বাস করে ঠিক জীবন্ত হায়েনার মতো
তাদের সযতনে আগলে রাখে অক্ষিগোলক
নারী দেহের সুবাস পেলে এই তীর ধনুক গুলো
মরুভূমির উষ্ণতায় জলধির জন্য মরিয়া হয়ে ওঠে
আর
আস্তে ধীরে খুঁজে নেয় জলের ঠিকানা 
বেহায়ার পোশাক পরে ডুব দেয় অতল গহ্বরে
তীর ধনুক স্বাধীনভাবে ঢুকে যায় সর্বাঙ্গে ইচ্ছে মতো
ঠিক যতোটা বিদ্ধ করলে তীর ঠান্ডা হয় পুরুষের কলিজা

সুন্দরী নারী তরুণীর বয়স বেড়ে যায় পুরুষের তীর্যক
ভঙ্গিতে
শান দেয়া তীর ধনুক গুলো ঘিরে ধরে নারীর উর্বর ভূমি
পটলচেরা চোখ চিকন কোমর রক্তিম ওষ্ঠপুট ফেঁপে
ওঠা উন্নত বক্ষ সুডৌল নিতম্ব
সব কিছুই নিমেষে বিদ্ধ হয় পুরুষের অক্ষিকোটরে
মেতে ওঠে পুরুষ উদাসীন সঙ্গমে

পুরুষের চোখে লুক্কায়িত লক্ষকোটি চোখ তীর ধনুকের
মতো বিদ্ধ করে নারীর উর্বর ভূমি
লক্ষ কোটি পোকার আক্রমণে জর্জরিত হয় মাতৃভূমি
তীর ধনুক নির্লজ্জের মতো বিদ্ধ করে নারীর ঠোঁট যোনি
নিতম্ব স্তন
চোখের একান্ত খেলায় হামেশাই মেতে ওঠে পুরুষ
ঢুকে যায় নারী দেহের সর্বাংশে অনায়াসেই 
ইচ্ছে মতো নিরন্তর বিচরণ করে পুরুষের চোখ

হায়েনার মতো খুবলে খুবলে খেতে চায় পুরুষের নেত্রে
লুক্কায়িত লক্ষ কোটি তীর ধনুক  
লক্ষকোটি পোকার আক্রমণে আহত নারী তীর ধনুকের
আঘাতে জর্জরিত নারী
পুরুষের সিডরে লুক্কায়িত তীর ধনুকে ধর্ষিত নারীর
নীরব চিৎকারে ফেটে পড়ে  আকাশ

পুরুষের চোখে চোখ রেখে
তাই পুরুষ হ'য়েও বলি
পুরুষ চায় শুধু নারীর দেহ,পুরুষ
চোখের সেক্স দিয়ে কেবলি