বলা হয়নি অনেক কথা
আছে বাকী অনেক
বলবো যারে মনের কথা
দ্যায়না দ্যাখা ক্ষণেক।
তুষের আগুন জ্বলে বুকে
চোখে জলরাশী
দুঃখ আমার কিসের আবার
দুঃখ ভালোবাসি।
ক্যামনে আমি ভুলি বলো
তোমার ভালোবাসা
তোমায় নিয়ে ঘর বাঁধিবো
ছিলো মনের আশা।
পাইনি তোমায় ঠিকই আমি
তবুও তোমার পাশে
থাকবো বসে বাকী জীবন
সুখ পাখিটির আশে।