ফেলে গেলে ঠিকই আমায় আমি গেলাম রয়ে
সাগর পানে ডিঙি আমার এখনো যায় বয়ে
ভাবছো তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে
হৃদ মাজারে আছো ঠিকই নদীর মত বেঁকে।
শাড়ির আঁচল হস্তযুগল হয়তো ঢাকে মুখ
কিন্তু আমি দেখি তোমার দুঃখ ভরা বুক
হয়তো তুমি দূরে বসে ভাবছো গেছি ভুলে
ছবিখানি বুকের ভিতর নিত্য রাখি তুলে।