সকল কাজে সকল সময়
সফল কি আর হয়?
লেগে থাকলে কাজের মাঝে
আশা পূরণ হয়।
কাজের কথা ভাবো আগে
আগেতো কাজ করো
মেধা শ্রম দিলে কাজে
সফল হবে আরো।
ব্যর্থতা আর সফলতা
এরা দুজন ভাই
একজনকে বাদ দিলে আর
অপরজন যে নাই।
চেষ্টা এবং শ্রম যদি
থাকে একই সাথে
সফলতার ছবি আঁকে
প্রভু আখিপাতে।
কাজ করলে সফল আবার
ব্যর্থও তুমি হবে
আবার চেষ্টা ছাড়া ব্যর্থ হলে
কষ্ট তখন পাবে।
ব্যর্থতা আর সফলতা
বড়ো কথা নয়
চেষ্টা শ্রমে এগিয়ে গেলে
অবশ্য জয় হয়।