যে পথে দিয়েছিলে বিদায় আমাকে সেদিন
সে পথের দিকে চেয়ে আছি আজও আমি
চেয়ে আছি আমি প্রায় লক্ষ কোটি বছর
এখনো ঝাপসা চোখে তাকিয়ে থাকি আর দেখি
এই বুঝি এলে আবার বুঝি এলে
যেখানে তুমি গিয়েছিলে ফেলে
বিরহ আমার অদম্য শক্তি
আমাকে চালিত করে বিরহের প্রচন্ড গতি
তোমার দেয়া ফুলের সুবাসে আজও মুখরিত হয় আমার চারপাশ
ফুলগুলো কত চেনা সুবাস কত আপন
হৃদয়ে সঞ্চিত গভীরতম ভালোবাসায়
সেই পথ সেই গাছ সেই পাখি সেই পথের ধুলা
আজও পথ চেয়ে থাকে
যদি তুমি আর আমি আবার যাই সেখানে
ফেলে আসা কথাগুলোর স্মৃতিময় স্মরণে