বয়স বাড়ে সব মানুষের
বয়স বাড়ে শিশুর
বয়স বাড়ে যুবক যুবতীর
বয়স বাড়ে যিশুর।

বয়স বাড়ে বটবৃক্ষের
বয়স বাড়ে ঘাটের
বয়স বাড়ে মাছের আবার
বয়স বাড়ে হাটের।

বয়স বাড়ে প্রতিষ্ঠানের
বয়স বাড়ে পাখির
বয়স বাড়ে দালান কোঠার
বয়স বাড়ে আঁখির।

বয়স বাড়ে বাংলাদেশের
বয়স বাড়ে কোলকাতার
বয়স বাড়ে লতা পাতার
বয়স বাড়ে আমেরিকার।

বয়স বাড়ে ইতিহাসের
বয়স বাড়ে সভ্যতার
বয়স বাড়ে বিশ্বযুদ্ধের
বয়স বাড়ে পঞ্জিকার।

বয়স বাড়ে ক্রুসেডের
বয়স বাড়ে জাঞ্জিবারের
বয়স বাড়ে গৃহযুদ্ধের
বয়স বাড়ে ইংল্যান্ডের।

বয়স বাড়ে লাদাখের
বয়স বাড়ে বলিভিয়ার
বয়স বাড়ে মালদ্বীপের
বয়স বাড়ে টাঙ্গুয়ার।

বয়স বাড়ে এভারেস্টের
বয়স বাড়ে কে-টুর
বয়স বাড়ে কাঞ্চনজঙ্ঘার
বয়স বাড়ে মাকালুর।

সব কিছুরই বয়স বাড়ে
ভালোবাসার বাড়ে না
বয়স বাড়লেও ভালোবাসা
মানুষকে যে ছাড়ে না।

হরেক রকম ভালোবাসা
বয়সকে তাই চেনে না
দম আছে যার দেহে তাহার
ভালোবাসা কমে না।

ভালোবাসা চিরনবীন
বৃদ্ধ কখনো হয়না
ভালোবাসা চিরহরিৎ
বয়স তারে ছোঁয় না।


তারিখ-
বাংলা-২০ চৈত্র ১৪২৮
ইংরেজী-০৩-০৪-২০২২
সময়ঃ ২৩-২৭ মিঃ
স্থানঃ
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ