এ পৃথিবীতে মানুষ একটা সুন্দর জীবন চায়
সবাই ভালো থাকতে চায়
একটা বাড়ি একটা গাড়ি একটা ফুলের বাগান
এ-সবই তো চায় প্রতিটি মানুষ
উপভোগ্য করে তুলতে চায় জীবনটাকে
মানুষ আরও চায় প্রশংসা
সবাই চায় প্রশংসা পছন্দ করে প্রশংসা
কেউ একজন কাউকে নিয়ে ভালো কথা বলুক
প্রশংসা করুক এটা সকলেই চায়
আজীবন মানুষ একটা আরামদায়ক জীবন চায়
সারাজীবন একটা ছন্দময় জীবন চায় মানুষ
কিন্তু সবাই কি আর সেই জীবন পায়?
কেউ পায় আর কেউ পায়না
এ-ই তো এ পৃথিবীর মানব জীবন!