চাকুরিজীবি বৌ আমি টাকাই আমি চাই
টাকার চেয়ে দামী কিছু এ দুনিয়ায় নাই
ছেলেমেয়ে ঘরসংসার বড়ো কিছুই নয়
আমার কাছে টাকাই বড়ো অন্য কিছুই নয়।
লেখাপড়া করেছিলাম শুধুই টাকার জন্য
চাকুরী পেয়ে আজকে আমার জীবন হলো ধন্য
স্বামী আছো ভালো কথা থাকবে তুমি স্বামী
টাকার দাবী করলে কিন্তু থাকবো না আর আমি।
স্বামীর চেয়ে টাকার মূল্য বেশী আমার কাছে
টাকা নিয়েই থাকবো সুখে স্বামীর কি যায় আসে
এ জগতে টাকাই আমার সবচেয়ে বড়ো ধন
টাকার চেয়ে বড়ো কেহ নাইরে আপনজন।
যায় চ'লে যাক স্বামী আমার কিছুই নাহি হবে
স্বামী গেলে টাকার জোরে স্বামী আবার হবে
আমার টাকা থাকবে আমার দেবোনা স্বামী তোকে
থাকবি নাহয় যাবি চ'লে মরবি শোকে দুঃখে।
পাবি নারে টাকা আমার এটা জেনে রাখ
আরনা হলে থাকতে সময় আগের থেকে ভাগ
দরকার নেই স্বামী আমার লাগবে শুধু টাকা
টাকা হলে হাসবে জীবন সবকিছু ফকফকা।
বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে ভারী
লাল দালানে যাবি ঢুকে করবি আহাজারি
সময় থাকতে সাবধান হ বলছি আবার তোকে
ভুল করলে পচবি জেল এ মরবি আবার শোকে।
চাকুরীজীবি বৌ আমি সাবধানে তুই চলিস
আর না হলে বুঝবি ঠেলা ধরবে যখন পুলিশ।
কড়াল কর আর চাবিনা টাকা আমার কাছে
চাইলে টাকা খাবি ধরা মরবি অবশেষে।