বুঝিনিতো সেদিন আমি
                   এতোবড়ো বোঝা
চাপিয়ে দেবে মাথার ওপর
             মা আর বাবা সোজা।

চক সিলেট হাতে নিয়ে
                  পান্তা খেয়ে ভোরে
স্কুলেতে যেতাম আমি
                মায়ের হাতটি ধরে।

বছরখানেক এমনি করে
              চললো আসাযাওয়া
হঠাৎ দেখি মাযে আমার
               হয়ে গেলো হাওয়া।

প্রথম প্রথম খুশী মনে
               যেতাম মায়ের সাথে
বুঝতামনা যে দায়িত্ব কাঁধে
                 চাপবে ভবিষ্যতে।

প্রাইমারীর লেখাপড়া
                   হলো যখন শেষ
দায়িত্ব তখন হাইস্কুলের
                 চেপে গেলো বেশ।

এমনি করে চুকে গেলো
                    প্রাইমারীর পাঠ
আমার বইও শেষযে হলো
                  সাথে ধারাপাত।

এরপর থেকে মা-বাবা আর
                যায়না আমার সাথে
নিজের বোঝা নিজের কাঁধেই
                  নিলাম তুলে হাতে।

কলেজ গেলো সবই গেলো
                       ভার্সিটি ও শেষ
সর্বশেষে বিসিএস এ
                   ঢুকলাম আমি বেশ।

দেখতে দেখতে কর্মজীবন
                    চাকরি হলো গত
কেমন করে ভুলবো বলো
                  অতীত দিনের ক্ষত।
    
চক সিলেটও ধারাপাতের
                  ওজন এতো বেশী
জীবন শেষে বুঝলাম আমি
                দায়িত্ব ভালোবাসি।