এমন পুরুষ কে আছে আর?
আমাদের এ ভবে
বৌ মরার পরও তারা
একলা হ'য়ে রবে।
কিছু পুরুষ ঠিকই আছে
একলা হ'য়ে থাকে
সকল কিছু নেয় মেনে সে
জীবন নদীর বাঁকে।
তিনমাস ও দেয়না যেতে
এমন পুরুষ আছে
বায়না ধরে করবে বিয়ে
লজ্জা যে নাই তাতে।
বৌ মরার সাথে সাথে
ছেলের বিয়ে দিয়ে
হানিমুনে যায় চ'লে সে
নিজের বৌকে নিয়ে।
ছেলে বলে ছিছি বাবা
লাজে মরি আমি
লজ্জা শরম নাই যে তোমার
এ কি করলে তুমি?
আরো আগে দিলে না ক্যান?
বিয়ে আমায় বলো
বৌ ছাড়া কি থাকবো একা?
সারাজীবন বলো?
বৌ ছাড়া কি পুরুষ লোকের
জীবন যাপন চলে?
সে কারণেই করলাম বিয়ে
কিচ্ছু নাহি ব'লে।
সারাজীবন বাইরে ছিলাম
বৌ ছিলো না সাথে
বৌ ছাড়া আজ থাকবো একা
কিসের অজুহাতে?
বৌ ছাড়া যে কাটিয়ে দিলাম
চাকরি জীবন আমি
বাকী জীবনও কি থাকতে বলো?
বৌ ছাড়া তুমি।
কি আর এমন বয়স আমার
মাত্র সত্তুর হলো
এ বয়সে বৌ ছাড়া কি
থাকতে আমায় বলো?
আরো আগে দাওনি কেনো?
তোমরা আমায় বিয়ে
এখন কেনো কথা বলো?
আমার বিয়ে নিয়ে।
তুই যা তোর শ্বশুর বাড়ি
বৌকে সাথে নিয়ে
আমি থাকবো আমার বাড়ি
নতুন বৌকে নিয়ে।