ব্রেইনড্রেইন শুরু হলো আশির দশক থেকে
কবির চোখে জাতির স্বপ্ন নিভলো সেদিন থেকে
সেইযে শুরু মেধা পাচার চলছে সমান তালে
স্রোতের মতো মেধাবীরা যাচ্ছে বিদেশ চলে।
এমনি করে চলে যদি জাতির নিত্য খেলা
জাতি হবে মেধাহীন আর সবার অবহেলা
সিস্টেমলসের স্বীকার হয়ে ছাড়ছে প্রিয় দেশ
কি হাল আজি দেখো মাগো তোমার বাংলাদেশ।
কেউ দেখেনা কেউ শোনেনা সোনার ছেলের কথা
মেধাবীরা দেশ ছেড়ে যায় মনে অনেক ব্যথা
দেশের মেধা বিদেশ গিয়ে ফিরছেনা আর দেশে
শেকড় বাকড় ছিন্ন রক্ত ভিন্ন অবশেষে।
দেশের সোনা বিদেশ গিয়ে হয়যে খাঁটি সোনা
বোঝেনা ক্যান দেশ জনতা কিসের লেনাদেনা
দেশের রত্ন দেশে রেখে গড়বো সবাই দেশ
আর দেবোনা ছেড়ে যেতে সোনার বাংলাদেশ।
মান অভিমান ভুলিয়ে দিয়ে রাখবো তাদের দেশে
ফিরিয়ে আনবো মেধাবীদের প্রিয় বাংলাদেশে।