শুকনো বটফলের মতো পত্রবিহীন বটগাছের মতো
নিষ্প্রান দেহে দাঁড়িয়ে আছি
দুচারজন পথচারী ও ভিক্ষুক এসে জিজ্ঞেস করে
বটবৃক্ষ তুমি এতো নিষ্প্রভ কেন?
কি হয়েছে তোমার?
কি দেবো উত্তর? কিছুই বলিনা তাদের
জীবনের রূপ রস গন্ধ যৌবন
একদিন সবই ছিলো
আজ আমি মুক হয়ে দাঁড়িয়ে
শুধু ঢলে পড়ার প্রতিক্ষায় আছি
একদিন পাখিরা ডালে বসে গান গাইতো
প্রচন্ড দাপদাহে গরমে ঝড় বৃষ্টিতে
আমার ডানার তলে
আশ্রয় নিতো কতো মানুষ ও জীব
তাদের সুখ দুঃখ শেয়ার করতো
তাদের কে আশ্রয় দিয়েছি
ভালোবেসেছি
আজ আর কারোর ধুলি পড়ে না এখানে
আমি এখন একলা
বড্ড একলা হয়ে প্রহর গুনছি ঢলে পড়ার
হঠাৎ কোনো বাতাসের ধাক্কায় চিরতরে হারিয়ে যাবার
আমি শুধু অপেক্ষায় আছি দমকা হাওয়ার