বিরহিণী বর্ষা মাঠঘাট, বনজঙ্গল ও পথপ্রান্তর
জলে ভ'রে দিয়ে বিরহের সুর তুলে আনে
গিটারের তারে
প্রশান্তির অবিরল ধারা নিয়ে হাজির হয়
রূপবতী বর্ষা

বর্ষা যুবতী এক স্বচ্ছ স্ফটিক
আমরা রূপবতী বর্ষার রূপ অবলোকন করি
দু'চোখ মেলে

মধুরতম প্রণয়ের খোঁজে তীব্র বিরহ দাহ নিয়ে
হাজির হয় বর্ষা সুন্দরী
আহ্বান জানায় সকল তরুণ তরুণী কে প্রেমের
দুয়ারে

কদম কেয়ার গন্ধে মাতানো মুগ্ধ সময় বর্ষা
বর্ষার অপরূপ দৃশ্য মানব মনে কুহক জাগায়
গড়ে তোলে শিহরণ
মাতিয়ে তোলে কবি মনকে

বর্ষা সুন্দরীর মায়াবী রূপ মোহিত, আন্দোলিত
ও শিহরিত করে আমাদের
পুলকিত হয় আমাদের হৃদয় ও মন

বর্ষা যুবতীর জলের উথাল পাতাল ঢেউ আমাদের
হৃদয় ও মন কে করে সিক্ত
হারিয়ে যাই আমরা স্বপ্ন লোকে
প্রিয়ার মুখ দর্শনে হয়ে পড়ি ব্যাকুল আমরা

.............................................চলবে