বর্ষা যুবতী নান্দনিক ও রোমাঞ্চকর জলজানে
ভরে তোলে তরুণী প্রেমিকার মন
রাতের গভীরে হয়ে পড়ে স্বপন চারিনি সে

ভেসে যায় শীতল হৃদয়স্পর্শী জলধারায়
মানসপটে এঁকে যায় রূপকথার সব গল্পের
ঝাঁপি

কবি মন ও ব্যাকুলতায় হয়ে ওঠে অস্থির
কবি প্রাণ গহীনে ও মানব মনে ঘটায়
আনন্দের উৎসারণ

জাগ্রত হয় শিহরণ জাগানো অনুভূতি
পৃথিবী কে পরাজিত করা এক অসাধারণ
অনুভব
যা শুধু হৃদয় ই বোঝে
প্রচন্ড সাইক্লোনের মতো নাড়া দিয়ে যায়
বুভুক্ষা প্রেমিকা তরুনীর হৃদয়ে

বর্ষা বৃষ্টির জোত বুদ্ধ খেলায় নেমে আসে
অন্তরে এক স্বর্গীয় সুধা
মিটিয়ে দেয় অন্তরের জমাটবাঁধা জালা
আর ক্ষুধা
বৃষ্টি জল হয়ে ওঠে স্বর্গীয় অমিয় ধারা

শ্রাবণের মেঘগুলো ভেসে এসে অঝোরে
ঝরতে থাকে
কাঁদতে কাঁদতে নিষ্প্রভ মলিন মনে হলে ও
দিন চলে যায় কেটে যায় মহানন্দে

জানালায় চোখ রেখে রেখে উপভোগ করি
বৃষ্টির স্নিগ্ধতা কোমলতা
পাগল করে তোলে আমাদের মন

জানালায় বৃষ্টি জলের ঝাপসা এসে আদর
দিয়ে যায় প্রেমিকার মুখে
অন্তরের গহীনে ঢুকে যায় বৃষ্টির সুধা চোখ
মুখ ভেদ করে

সমগ্র পৃথিবীর মানুষ নিবিড়ভাবে ভোগ করে
বর্ষার আদর!

আর বলে হে বিধাতা!
তুমি সব নিয়ে যাও এ পৃথিবীর বুক থেকে
শুধু নিওনা বর্ষা বৃষ্টি কে আমাদের মাঝ থেকে
কখনো কেড়ে!
.............................................চলবে