শ্রাবণ মাস এলে বর্ষা যুবতী স্বয়ং হারিয়ে
যায় তার অজান্তেই
অত্যন্ত প্রিয় সময় শ্রাবণ মাস তার
ঘনঘোর বর্ষণের এ মাসে বর্ষা সুন্দরী পেয়ে
যায় হাতে তার সাজার সামগ্রী সব
ঝুপ ঝুপ করে ঝরতে থাকে বৃষ্টি
অবিরাম কাঁদতে থাকে আকাশ

পুকুর ভরে যায়
কাঁপতে থাকে কিনার ঘেঁষে জল
নবযৌবনা বর্ষা বিরহ কাতর বর্ষা
হৃদয়ের গভীরে ঢুকে পড়ে
ঘটায় হৃদয়ের দহন জালার প্রকাশ

বর্ষা সুন্দরী বাংলার তরুণ তরুণী যুবক
যুবতীর
বুকে হাহাকার আর শূন্যতার ঝড় তুলে
বারংবার

তারা কেঁদে ফেরে বারবার
বর্ষা সুন্দরীর কাছে
বলে হে সুন্দরী তুমি আর মেরোনা আমাদের
আর তোমার ঐ বিরহের জালে ঘিরে
......................................চলবে