বিরহিণী বর্ষা
তুমি শুধু বিরহিণী নও
আনন্দ-বেদনার-বিরহের যুগপৎ সঙ্গী
শুধু নও
নও শুধু প্রেমিক প্রেমিকার হৃদয় বিদীর্ণকারী
প্রাণ রসে ভরে তোলো তুমি চারপাশ
ভরে তোলো বিনয়ী প্রকৃতি কে
তোমার কল্যাণে উর্বর হয় ভূমি
ফসলে ভরে যায় কৃষকের গোলাঘর
তুমি বয়ে আনো কল্যাণ সকলের তরে
প্রতি ক্ষণে ক্ষণে তাই ঝরতে থাকে বর্ষণ
মানব হৃদয়ে
শস্যের প্রান্তরে প্রান্তরে
ময়ুর আনন্দে মেতে ওঠে নবীনা
বর্ষা
চিরযৌবনা বর্ষার প্রতি মানবের চির
আবেদন
নিবেদন তাই শেষ নাহি হয়
বর্ষা সুন্দরী এলেই খুঁজে পায় রূপসীরা
প্রেম বিরহের ভালোবাসার ঠিকানা
খুঁজে নেয় তারা প্রিয়জনকে বর্ষাসুন্দরীর
দেয়া আকাশের ঠিকানায়
তুমি এলে ফিরে আসে প্রাণ
ফিরে আসে যতো সব গাণ আর সুরের
ব্যঞ্জনা
তুমি এলে ফিরে আসে প্রেম ভালোবাসা
উদ্বেলিত হয় প্রেমিক প্রেমিকার মন
প্রেমের জোয়ারে ভাসতে থাকে বিরহী
বালিকা
ব্যাকুল হয় মন তার প্রেমিকের তরে
.........................................চলবে