আষাঢ় শ্রাবণ এ দু’মাস জুড়ে চলে বর্ষার অন্তহীন
আধিপত্য বিস্তারের খেলা
শুরু হয় মেঘের গুরু গুরু গর্জন আকাশ জুড়ে
প্রেমিক প্রেমিকার মতো গাছের আবডালে দাঁড়িয়ে
কখনো ফিসফিস শব্দে
আবার কখনো বা মুষলধারে ঝরতে থাকে অফুরন্ত
ঝর্ণার ছন্দে ছন্দে
কৃষক টোপর মাথায় কাস্তে হাতে ছুটে যায় মাঠে

নারকেল,ঝালমুড়ি,তেলেভাজা পিঠা-পুলি সহ ঘরের
বারান্দায় জমে ওঠে নানা রকম গপ্পো আর আড্ডা
তরুণ-তরুণী মেতে ওঠে চোর-পুলিশ,লুডু আর দাবা
খেলায়
এরি মাঝে শিশিরের শব্দের মতো নেমে আসে সন্ধ্যা

প্রেমিকের চিঠি নিয়ে নিমেষেই পৌঁছে যায় বর্ষা
প্রেমিকার কাছে
মানব মনে প্রেমের দোলা দিয়ে যায় প্রেমিকা বর্ষা
স্ফুরণ ঘটে প্রেমের তরুণ-তরুণী আর যুবক-যবতীর
মনে

প্রকৃতি উজাড় করে সাজিয়েছে প্রিয় বাংলা কে
বন-বনানী, প্রবাহমান নদী, পাল তুলে ছুটে চলা নৌকা
মাঠভরা সোনার ফসল,পাহাড় ও সুনীল আকাশ
সৃজন করেছে এদেশে অজস্র কবি,বাউল আর গীতিকার

বিরহের ঋতু বর্ষা সুন্দরী আবির্ভূত হয় তার স্বমহিমায়
বর্ষা যুবতীর জন্য কেঁপে ওঠে যুবকের ঠোঁট
রচিত হয় অজস্র প্রেম-বিরহের অসাধারণ ইতিহাস
খ্যাত সব কবিতা
..........................................................চলবে