শুধুমাত্র আকৃতি প্রকৃতি থাকলেই কি কেউ মানুষ হয়?
মানুষের চেহারা সম্বলিত গায়ের চামড়া থাকলেই কেউ
মানুষ হয়না
চোখ-কান,নাক-মুখ,হাত-পা থাকলেও আবার কেউ
মানুষ হয়না
এসব বৈশিষ্ট্য বিশিষ্ট আকৃতি-প্রকৃতি সম্পন্ন কাউকে
খুব বেশী হলে মানবাকৃতির প্রাণী বলা যেতে পারে
কিন্তু আর যা-ই হোক তাকে মানুষ বলা যায়না
মনুষ্যত্ব,চারিত্রিক গুণাবলী,নীতি-নৈতিকতা,আদর্শ, সেবা
ও মানবতার ছোঁয়া কি স্পর্শ সব কিছুর সন্নিবেশ ও
সম্মিলনে
একজন মনুষ্যাকৃতির প্রাণীটি খুব বেশী হলে মনুষ্যাকৃতির
অবয়ব ধারণ করতে পারে
কিন্তু তাকে বড়ো মানুষের কঠিন বেড়াজালে অনুপ্রবেশ
করেছে ব'লে অবিহিত করা যায় না
আর বড়ো মানুষ হওয়া তো খুবই কঠিণ ব্যাপার!
বৃহৎ হৃদয় না হলে, মানবতা না থাকলে, ত্যাগ স্বীকার ও
দেশপ্রেম না থাকলে
কেউ কখনো বড়ো মানুষ হতে পারে না
শুধু মাত্র দৈহিক আঙ্গিকের ভিত্তিতে কেউ প্রকৃত মানুষের
চেহারায় অবতীর্ণ পারে না
আর বড়ো মানুষের মাপকাঠির নিক্তিতে ঝোলানোতো খুবি
দুরূহ ব্যাপার!
রাগ, জেদ, অহংকার, প্রতিহিংসা,প্রতিশোধ ও নেতিবাচক
মনোভাব সেখানে পরিত্যাজ্য
আর বড়ো মন ও ক্ষমার ঔদার্য যেখানে অনিবার্য।
তখনই একজন মানুষ মহাত্মার পরিমন্ডলে প্রবেশ ক'রে
আর তখনই সে বড়ো মনের ধারক বাহক ও বড়ো মানুষ
ব'লে আখ্যায়িত হয়!