বড়ো আমি হলাম ক্যানো ছোট্টো বানায় দাও
বড়োর জ্বালা ভারী জ্বালা একটু কমায় দাও
ছেলেমেয়ে সংসারের চাদ্দিকের সব জ্বালা
সইতে আহা কষ্ট ভারি জীবন ঝালাপালা।
বাজার করা সদাই করা অনেক টাকার কাজ
কুলুর বলদ মরি খেটে নাইকো কোনো লাজ
বড়ো হবার এমন জ্বালা বুঝিনি তো আগে
এখন আমি বুঝে গেছি জীবন যাবার আগে।
ছোট্টো থাকা ভারী মজা থাকবো সদা তাই
হবোনা আর বড়ো আমি ছোট্টো হতে চাই
হিসু করলে মা ধুয়ে দেয় জামা কেনে বাবা
কাঁধে ক'রে বাবা বলে মেলায় তুমি যাবা?
হাতে করে মা খাইয়ে দেয় কষ্ট হয়না কিছু
বাবা আমার তাকিয়ে থাকে দৃষ্টি বলে পিছু
খাওয়া দাওয়ার নেই ঝামেলা আনন্দ হয় মেলা
সারাক্ষণ ই কোলে ক'রে রাখে আমার খালা।
এমন জীবন কোথায় পাবো একটু না হয় বলো
আরনা হলে আমায় এখন ছোট্টো বানাও চলো।
বড়ো হতে চাই না আমি ছোট্টো থাকতে চাই
ছোট্টোবেলার মজাগুলো কেমনে আবার পাই?