বয়স হলে কেউ থাকেনা এটাই সত্যি কথা
বয়স গেলে সব চলে যায় থাকে শুধু ব্যাথা
কুঠারাঘাত হানেরে বয়স একটু ও না ভাবে
আঘাতের পর আঘাত হেনেও শান্ত নাহি হবে।
বয়সের সাথে সম্পর্ক হয় যৌবনেরই খুব
বয়স থাকলে প্রেম সাগরে মারে সবাই ডুব
বয়স থাকলে সব বেঁচে রয় থাকে প্রিয় বন্ধু
বয়স গেলে কেউ থাকেনা পদ্মা থেকে সিন্ধু।
বয়স গেলে হৃদয় তার এ কষ্টের অনুরনণ
বাজতে থাকে সকল সময় বাজেই সারাক্ষণ
আসন গাড়ে বয়স এমন পাকা পোক্ত করে
কেউ পারেনা সরাতে তারে থাকে জীবন ভরে।
একলা থাকার এইযে কষ্ট শরীক তাহার নাই
থাকতে হবে একলা সঠিক মানতে হবে তাই
একটা বিশেষ বয়সের পরে বন্ধু ছাড়া থাকা
এরচেয়ে আর নাইরে কষ্ট এ নয় বেঁচে থাকা।