আবার যদি হয়গো দেখা
হদয় দেবো খুলে
বলবে কথা হৃদয় দুটি
হাওয়ায় দুলে দুলে।
আবার আমি আসবো ফিরে
যদি তুমি বলো
সেদিনের সেই বকুলতলায়
আমায় নিয়ে চলো।
অনেক কথা বলবো আমরা
বকুলফুলের সনে
গল্প কথায় ভাসবো আমরা
আনন্দ আর গানে।
ফেলে আসা দিনের স্মৃতি
বলবে অনেক কথা
তুমি আমি হারিয়ে যাবো
থাকবে না আর ব্যথা।