একাডেমির বইমেলা
তোমার জন্য খোলা
এসো তাই কেনো বই
দিক প্রাণে দোলা।
প্রাঙ্গণ একাডেমির
রাস্তা ধ'রে
হেটে যাবে উদ্যানে
একাকার ক'রে।
চেয়ে দেখো চারপাশে
বই আর বই
হাজার হাজার কেনে আর
করে হৈচৈ।
খোকা যায় বইমেলা
সাথে যায় বাবা
কিনে কয় বইগুলো
বাসায় নিয়ে যাবা।
এক হাতে বই আর
এক হাতে ব্যাগ
এরি মাঝে মা বাবা
করে সব ত্যাগ।
বই কেনো বই পড়ো
বই হলো জ্ঞান
বই না পড়লে কারো
ভাঙ্গবে না ধ্যান।
বই পড়ো বেশী করে
বই পড়ো খুব
বই পড়ো বইয়ের পাতায়
মারো শুধু ডুব।
এ সমাজ দেশ তোমার
রেখো সদা মনে
দেশটাকে বড়ো করো
ধ্যানে আর জ্ঞানে।
বই যদি নাহি থাকে
বই কেনো আজ
বই পড়ো জ্ঞান নাও
নাই কোনো লাজ।
বই পড়ো জ্ঞানী হও
করো দেশ সেবা
তোমরা না করলে বলো
করবে বা কেবা।
জ্ঞান যদি থাকে কারো
বিপদ হয় কম
জ্ঞান দেয় সমাধান
নাহি বেরোয় দম।
বড়ো যদি হতে চাও
বই পড়ো আগে
বই ছাড়া জ্ঞান নাই
বোঝো আগেভাগে।
তাই বলি মেলায় যাও
কেনো সবে বই
বইয়ের পাতায় সারাবছর
ডুবে সবে রই।
নীলা গেলো বইমেলা
কিনলো না বই
তাকে ছাড়া ঘরে একা
কেমনে বা রই।
পরিবারসহ সবাই
বন্ধের দিনে
চলে যাও বইমেলায়
কেনো বই ঋণে।
ছেলেমেয়ে সবাই কে
বই কিনে দাও
হাতে বই তুলে দিয়ে
কোলে তুলে নাও।
উন্নয়নে দেশের কাজে
জ্ঞান থাকা চাই
রইয়ের পাতায় যাই চলো
জ্ঞান খুঁজি তাই।
ভালোবাসা দেশপ্রেম
জ্ঞান থেকে আসে
বই থেকে জ্ঞান নিলে
কাজে ঠিকই আসে।