ফিরে এসো বইয়ের দিকে ফিরে এসো বালক
ফিরে এসো ফেসবুক ছেড়ে বইএ পড়ুক ঝলক।
ফিরে এসো বালিকারা বইয়ের সাথে সন্ধি
করো সবে বইয়ের সাথে থাকো চির বন্দী।
বই পড়ো মন দিয়ে মন রাখো সুস্থ
বই ছাড়া এ জীবন একেবারে দুস্থ।
ভালো বই মনশ্চক্ষু খুলে দেয় এমনি
আলো জ্বালায় মনের মাঝে জ্ঞান বাড়ে তেমনি।
সম্পদের সেরা বই তুলনা যার নাই
বইয়ের সাথে সন্ধি করলে জ্ঞান বাড়ে তাই।
সবই একদিন নষ্ট হবে এটা সবার জানা
বই পড়ে নিলে জ্ঞান নিঃশেষ হবে না।
সফল সব মানুষের পিছনের গল্প
ছিলো শুধু বই পড়া নিয়মিত স্বল্প।
বই পড়লে জ্ঞান বাড়ে বই জ্ঞানের খনি
বই পড়ে মানুষ হয় ঠিকই জ্ঞানী গুণী।
লেখকের লেখায় থাকে সফলতার কথা
বই পড়লে পৌঁছে যাবে পাঠকেরা তথা।
শক্তি বাড়ে কল্পনার বেশি বই পড়লে
ঘুরা যাবে পৃথিবীটা ব্যাপারটা কি বুঝলে?