বুঝলে যখন বিশ্বাসঘাতক কেড়ে নিছে মন
থাকলে কেনো তাহার সাথে আরো কিছুক্ষণ?
চিনতে তুমি পারোনি যে সময় মতো তাকে
আজো কেনো মনটা তোমার স্বপ্নে ছবি আঁকে?
দেখলে তাকে থুথু দেবে ঘৃণা করবে সাথে
লাগলে গায়ে থুথুর ছিটা দুঃখ কিইবা তাতে
লজ্জা শরম নাইরে কিছু নাম ধরে সে ডাকে
সুযোগ খোঁজে অনুতাপে বলবে কথা তাকে।
এ জীবনে সকল আশা হয়না কারো পূরণ
তবু কেনো মানুষগুলো ভাবে অকারণ?
পাওনি যারে পাবেনা আর ভেবে দেখো তুমি
পেলে যারে করলে তারে ডাস্টবিনেরই ভূমি।
পেলে যাকে রাখলে তাকে মনের বাইরে কেনো?
সেকি তোমার যোগ্য নহে ভাবলে কেনো বলো?
দোষ কি তাহার ছিলো কিছু দ্যাখছো ভেবে মনে?
তবে কেনো নিঠুর আঘাত হানলে তাহার সনে?