তেল দিলে চলে গাড়ি তেল ছাড়া চলে না
বিশ্বাস মারা গেলে সঙ্গী কথা বলে না।
বিশ্বাস বড়ো জিনিস ধ'রে রাখো সবে তাই
বিশ্বাস আনে সুখ জেনে রাখো ঠিকি তাই।
আস্থা আর বিশ্বাসে চলে সব দুনিয়ায়
ভেঙে গেলে ভেসে যায় শ্রাবণের বন্যায়।
ধীরে ধীরে গড়ে ওঠা বিশ্বাসের ব্রিজটা
ভেঙে গেলে শুধু রয় রড সিমেন্ট সুরকীটা।