তুমি মাগো যত্ন করে
আনলে তোমার বাসায়
মাছ খাবো কাটা খাবো
আসলাম তারি আশায়।
রাখলে মাগো কিছুদিন
কতোই আদর করে
অবশেষে কারণ ছাড়া
মারলে আমায় ছুড়ে।
ছোট্ট একটা প্রাণী আমি
ছোট্ট বিড়াল ছানা
কাটাকুটি খাই যে আমি
তাই কি তোমার হানা?
তুমি হলে মালিক আমার
আমি তোমার প্রজা
তাই বলে কি দেবে আমায়
ইচ্ছে মতো সাজা।
দয়ামায়া নেই যে তোমার
বুঝা আমার শেষ
লাথি গুতো খাবার জন্য
তৈরী আছি বেশ।
ছোটো খাটো প্রাণী আমরা
যাবো কোথায় বলো
আর না হলে শিয়ালের কাছে
রেখে আসো চলো।
এই দুনিয়ায় দেখার মতো
কেবা আমার আছে
বিচার দিলে জানযে আমার
চলেই যাবে পাছে।
কাটাকুটি খাবার জন্য
থাকি আমি বসে
বেয়াদবি করলে আমি
লাথি মারো কষে।
লাথি মারো গুতো মারো
লজ্জা কিছু নাই
খাবার সময় হলে যেনো
একটু দয়া পাই।
তোমরা যখন খেতে বসো
ঘুরি আমি পাশে
দু চার খানি মাছের কাটা
একটু পাবার আশে।
বুড়ো মারে লাঠি দিয়ে
গুড়ো মারে লাথি
তারপর ওমা আমি যে আজ
তোমাদেরই সাথী।
পোকা মারি ইদুর মারি
পাহারা দেই ঘর
তারপর ওমা আমি তোমার
হলাম কেনো পর?
বিচার আমি পেলাম না হায়
এই দুনিয়ার পরে
রোজ হাসরে চাইবো বিচার
সময় সুযোগ করে।