বিজয় ছিলো বীর বাঙালীর
বিজয় ছিলো রক্তে
বিজয় ছিলো দেশ জনতার
মান সম্মান রাখতে।
বিজয় ছিলো গাছের ডালে
পাখির গানের সুরে
বিজয় ছিলো নদীর কুলে
বাঁধা নৌকার পালে।
বিজয় ছিলো আমজনতার
বঙ্গবন্ধুর ডাকে
বিজয় ছিলো মুক্তি যোদ্ধার
অস্ত্র গুলির তাকে।
বিজয় ছিলো বন্ধু দেশের
ইন্দিরা গান্ধীর মুখে
বিজয় ছিলো কাজে তাহার
বিশ্ব যে আজ দ্যাখে।
বিজয় ছিলো শিকড় জুড়ে
বিজয় বোনের ত্যাগে
বিজয় ছিলো আকাশ জুড়ে
বিজয় মায়ের ত্যাগে।
বিজয় এনে দিলো যারা
সালাম তাদের সালাম
মা বোনকে বীর শহীদদের
লক্ষ কোটি সালাম।