শীতের ঐ আগমনে নেচে ওঠে মন
কুয়াশায় ঘেরা চোখে দেখি সারাক্ষণ
পুলকে শিহরণ জাগা মন আমার কয়
বছরের সকল মাস কেন এমন নয়?

দোয়েল আর মাছরাঙা কাঁপে থরথর
দাঁডায় আর বসে রয় দেখে চারিধার
শীতে কাঁপে শরীর আর কাঁপে দেহ মন
আগুনের তাপে জাগায় দেহে শিহরণ।

আজ আর তিন মাস থাকেনারে শীত
পিঠা পুলি বানানোর থেমে যায় গীত
তিন মাসের শীত আজ এক মাসে শেষ
মন ভরে দেখিনারে আবহ আর বেশ।

কাঁদে মন কাঁদে ক্যান শীত চলে যায়
ব্যাথা আর বেদনায় মন নীল হয়
মাছ মাংস শাক সবজী কত ছিল মজা
খেতাম আর ঘুমাতাম আনন্দে সুজা।

গাছপালা জঙ্গলে জড়ানো শিশির
আমেজ আর শিহরণে কাঁপাত শরীর
বারোমাস পরে আসে মজার শীতকাল
কেন যায় কেন আসে এত স্বল্পকাল?

কলাই আর সরিষার আবাদ শেষে
বোরো নিয়ে মেতে ওঠে কৃষক এসে
দিনে দিনে কুয়াশা মিলিয়েই যায়
এভাবেই শীতকাল বিদায় জানায়।

ষঢ়ঋতুর মাঝে আমার প্রিয় শীতকাল
শীত নাই বছর ধরে কি যে হবে হাল
কেন মন সারাক্ষণ কাঁদে শীতের জন্য
জানিনা বেশী আর শীতে আমি ধন্য।