জেলে থাকে সীমানা প্রাচীর
বন্দী হলে কেউ
মোবাইল বন্দী জীবন নদীর
ওঠে না আর ঢেউ।
যন্ত্রণা আর বিরহ নিয়ে
কাঁদছো সারাক্ষণ
দিচ্ছোনা কল পারছিনা দিতে
করছি নিরীক্ষণ।
এসএমএস কল যা-ইবা পারো
একটা কিছু দাও
কথা ব'লে ভুলটা তোমার
পারলে শুধরে নেও।
মনের ব্যাথা রাখলে চেপে
কষ্ট যাবে বেড়ে
সুখ পাখিটা যাবে উড়ে
নীড়টা যাবে ছেড়ে।
যা গেছে সব হয়ে গ্যাছে
আমায় খুলে বলো
রাগ ক্রোধ সব ভুলে গিয়ে
হাসিমুখে চলো।
ভুল হলে হয় মানুষেরই
অন্য কারোর নয়
ভুল শুধরেই মানুষ আবার
শান্তি খুঁজে পায়।