মনটা আমার কারাগারে
বন্দী তোমার জন্য
তোমার জন্য কেঁদে কেটে
হই যে আমি ধন্য।
কোথায় যাবো বলবো কাকে
খুঁজে নাহি পাই
অর্ন্তজ্বালা নিয়ে আমি
দুঃখে মরি তাই।
তোমার জন্য ঘর যে আমার
অন্ধকারে ঢাকা
আলোর মেশিন ঝিলিক দিলেও
যায়না তোমায় দেখা।
পথের বাঁকে পথ হারালে
পথ খুঁজে কেউ পায়?
হারিয়ে যাওয়া পথের সাথে
আর কি দেখা হয়?
গোলাপ যদি যায়গো ঝরে
নাহি লাগে জোড়া
চেয়ে থাকে পাপড়ি গুলো
ডালের দিকে তারা।
কেঁদে কেঁদে যায় যে আমার
প্রেমের বিকেল বেলা
বুঝি না ঠিক ক্যান হারালাম?
আমার সকাল বেলা।
জীবন চলার পথে যদি
কেউবা করে ভুল
ভুলের মাশুল গুনতে গুনতে
ছিঁড়বে মাথার চুল।
কেঁদে কেঁদে বুক ভাসাবে
পাবে না সে কুল
স্রোতের টানে যাবে ভেসে
অকুল সমুদ্দুর।
সময় থাকতে একটু বোঝো
খুব বেশি রাগ করে
যায়না পাওয়া আদৌ কিছু
সঙ্গিনী যায় সরে।
বুঝতে পারলে সঙ্গিনীকে
জালবে সুখের আলো
সেই আলোতে দেখবে তাকে
বাসবে ঠিকই ভালো।