বুঝবে সেদিন বুঝবে
ভুলটা যেদিন নিজের থেকে
তোমার সাথে যুজবে।
কাঁদবে সেদিন কাঁদবে
যেদিন তুমি একা হয়ে
পাশে আমায় খুঁজবে।
ভুগবে সেদিন ভুগবে
যেদিন তোমার আঁখি দুটি
নিদ্রাবিহীন ধুকবে।
খুলবে আঁখি খুলবে
যেদিন তোমার দোষ চাপানো
আপনা থেকেই ভুলবে।