ভুল নিয়েই মানব জীবন
ভুল ঠিকই হবে
চেষ্টা করে সেই ভুলটি
শুধরে নিতে হবে।
কাজের আগে ভাবলে পরে
ভুল হবে কম
সারাজীবন থাকবে সুখে
দুঃখ পাবে কম।
ভুল হয়েছে ব'লে জীবন
হয়নি কিন্তু মাটি
তুমি সঠিক জীবন তোমার
আসলেই খাঁটি।
আঁকড়ে ধ'রে থাকলে কেহ
ছোট্ট একটা ভুল
কাটবে জীবন অশান্তিতে
ছিড়বে মাথার চুল।