ভোরের পাখী পারলে হতে
দেখতে তুমি পাবে
ভোরের বিশ্ব অনেক বড়ো
শেষ না খুঁজে পাবে।
কষ্ট তোমার হবে ঠিকই
বিছানা ছেড়ে উঠতে
হাতের মুঠোয় বিশ্ব পেয়ে
দিনের শুরু করতে।
বিশ্বখ্যাত আছেন যারা
তাদের প্রায় সবাই
আর্লি বেডে যেতো তারা
উঠতো জেগে ত্বরাই।
গ্রামে গেলে এমন মানুষ
দেখতে তুমি পাবে
আশি বছর হলেও বয়স
পঞ্চাশই ঠিক কবে।
মূল রহস্য তাদের সবাই
জেগে ওঠে ভোরে
মন সপে দেয় কাজে তারা
সারাটা দিন ধ'রে।
ভালো কাজের জন্য যাদের
আছে বিশ্বখ্যাতি
অভ্যাস তাদের ভোরে ওঠার
জ্বালে বিশ্ব বাতি।
বাংলা= ২৮ জ্যৈষ্ঠ ১৪২৯
বার= শনিবার
ইংরেজী=১১-০৬--২০২২
সময়ঃ=১৮-৪৭ মিঃ
স্থানঃ টাঙ্গাইল