ভুলগুলো সব বোঝা বেঁধে মাথায় করে হাঁটি
করে আসা ভুল গুলো সব করছে ডাকাডাকি
বোঝাটা বেশ ভারি হলেও বইতে থাকি একা
বর্তমানের ভুলগুলো সব মেলতে থাকে শাখা।
যতোই মুখে বলতে থাকি করবো না আর ভুল
দিন চলে যায় মাস চলে যায় ভুলেই মশগুল
ইচ্ছে করে ভুলের থেকে থাকবো অনেক দূরে
ভুল যে আমার মাথার মাঝে দিবারাত্রি ঘোরে।
ভুলে ভরা রাজ্য আমার ভুলের মাঝেই বাস
ভুলের সাথে যুদ্ধ করেই হলো সর্বনাশ
ভাবছি আমি যাবার বেলায় আমার ভুলের বোঝা
দিয়ে যাবো তোমার কাঁধে বলেই দিলাম সোজা ।
হাহাকার আর নিসঙ্গতা নিয়ে যাবো সাথে
ফেলে যাবো ভুলের রাজ্য তোমার আঁখি পাতে
দেখবে তখন নয়ন মেলে তোমারও ছিলো ভুল
থাকবেনা আর করার তখন ছিঁড়বে মাথার চুল ।