ভুল করেনা এমন মানুষ কে আছে এই ভবে?
ভুলের মাঝেও শিক্ষা আছে বুঝতে হবে তবে।
একটা ভুলই মানুষকে সে অনেকখানি কাঁদায়
আবার কিছু ভুল আছে যা ভুলের থেকে বাঁচায়।
এমন কিছু ভুল আছে যা শিক্ষকেরই মতো
সতর্কতার দ্বার খুলে দেয় শিক্ষা দিয়ে যতো।
পৃথিবীতে চলার পথে মানুষ করে ভুল
শিক্ষা নেবে ভুলের থেকে করবেনা আর ভুল।