দু'নয়নে অবলোকন করলাম কতো আমি
আরও কতো আছে বাকী জানে অন্তর্যামী
যুগের হাওয়া এমনতরো ভালো থাকা দায়
ভাবছি সদা কেমন ক'রে ভালো থাকা যায়?
ভালো থাকার জন্য সবাই বুদ্ধি খুঁজে নাও
শক্ত একটা তালা কিনে মুখে মেরে দাও।
বোলোনা আর কোনো কথা শুধুই থেকো চুপ
মুখ খুলোনা পড়লে বাড়ি মারলে পিঠে ধুপ।
মুখের সাথে সাথে সবাই কানে ঝুলাও তালা
শুনোনা আর কিছু সবাই মিটবে আধেক জ্বালা
কানটা সবার ঠিকই আছে শুনোনা আর কিছু
যে যা বলে বলুক লোকে ছুটবে না তার পিছু।
মুখ গ্যালো কান গ্যালো রইলো বাকী চোখ
কান্ মুখের সাথে সাথে চোখটা বন্ধ হোক
চোখটা সবার ভালোই আছে দেখতে সবি পায়
দেখোনা আর চোখটা মেলে যদ্দুরে চোখ যায়।
চোখ,কান,মুখ রাখলে বন্ধ রইবে সবাই ভালো
থাকবে সবাই মহাসুখে জ্বালবে সুখের আলো
কেমন ক'রে থাকবে ভালো ভাবতে যদি চাও
যা বললাম তা মাথায় রেখে এগিয়ে সবে যাও।