এক পৃথিবী সমান ভালোবাসা কেনার জন্য
কাল মহাকাল ধ'রে ঘুরেছি নিরন্তর
ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হ'য়ে পড়েছি এককালে
তবুও থামেনি আমার পথচলা

পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে
নির্বিকার ঘুরেছি আমি
শুধু এক পৃথিবী সমান ভালোবাসা কেনার জন্য
ঘুরেছি আমি সবার দ্বারে দ্বারে
ক্ষতবিক্ষত হয়েছিও বারেবারে

হাজার বছর ধ'রে জ্বলছে হৃদয় আমার
জ্বলছে চিতার আগুনের মতো
জ্বলন্ত চুল্লীর মতো
আগ্নেয়গিরির অগ্নুৎ্পাতের মতো

এক পৃথিবী ভালোবাসা কেনার জন্য
পুড়ে পুড়ে ভস্মীভূত হয়েছি
অঙ্গার হয়েছি আমি বারবার
দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছি
শেষে
ভারত মহাসাগর থেকে  আটলান্টিকের তীরে গিয়ে দাঁড়িয়েছি এসে
ভালোবাসা কিনবো ব'লে
শুধু এক পৃথিবী ভালোবাসা কিনবো ব'লে

সের কেজি টন যে দামেই বিক্রি হোকনা কেন
তাতে আপত্তি নেই একটুও আমার
ডলার ইয়েন দিনার টাকা রুপি
সব রকমের মুদ্রার রিজার্ভ নিয়ে বসে আছি একা আমি
আছে আবার সব ধরনের মুদ্রার ব্যাংকও

কেনার জন্য একটুও সময় নেবো না আমি
শুধু এক পৃথিবী ভালোবাসার বিক্রেতা পেলে
লুফে নেবো কিনে নেবো সাথে সাথেই
পেমেন্ট ও হবে নিমেষেই একেবারেই বলতে পারো যুতসই

এতোসব প্রতিশ্রুতির পরও খুঁজে  পেলাম না
কোটি কোটি মানবের মাঝে
এক পৃথিবী সমান ভালোবাসা

এ বিশ্বসংসারে শত সহস্র ভালোবাসা বিক্রি হয়
বিক্রি হয় সের কেজি দরে
বিক্রি হয় হররোজ
বিক্রি হয় শতাব্দীর পর শতাব্দী ধ'রে
বিক্রি হ'য়েও চলেছে অহর্নিশ
অথচ কিনতে পারলাম না এক পৃথিবী ভালোবাসা
অবশেষে  
আমি শুধু ভালোবাসার কাঙ্গালই
রয়ে গেলাম
কাঙ্গালই রয়ে গেলাম সারাজীবন ধ'রে
এ সুন্দর বসুধার পরে