ভালোবাসা চাইনি আমি
প্রেম চাইনি কারোর কাছে
ভালোবাসার আতর মেখে যাইনি আমি
শামসুন্নাহার হল কিম্বা রোকেয়া হলে
তীরবিদ্ধ দৃষ্টিমেলে চাইনি আমি কারোর পানে

ভালোবাসা চাইনি আমি
প্রেম চাইনি কারোর কাছে
চেয়েছিলেম একটা ঘুঘু
শুধুমাত্র একটা ঘুঘু
ঝুমুরঝুমুর ডাকে যেনো সারাজীবন
একটা ঘুঘু ডাকুক আমার জনম জনম
এটাই শুধু চেয়েছিলেম
আরতো কিছু চাইনি আমি

চেয়েছিলেম বাড়ির সামনে হরেক রকম
ফুলের বাগান
সৌরভে যার উঠবে ছেয়ে বাড়ির উঠান
চেয়েছিলেম সানবাধা ঘাট একটা পুকুর
লাল শাড়িতে উঠুক ভ'রে আমার ভুবন
চেয়েছিলেম একটা ছোট্ট মাটির চুলা
মেলা থেকে আনবো কিনে পুতির মালা

চেয়েছিলেম একটামাত্র তালপাখাটা
গরমকালে উঠবে দুলে
নরম দেহের উৎস মূলে

চেয়েছিলেম একটা কোকিল গাইবে শুধু
আপন মনে
প্রিয় প্রিয় ডাকুক বা আর নাইবা ডাকুক নির্জন বনে

চেয়েছিলেম বনলতার একটা চোখে কৃষ্ণ সাগর
একটা শুধু আঁখি আমার ডাগর ডাগর
ঐ আঁখিতে চোখের পলক পড়বেনা যে
থাকবো চেয়ে আঁখির পানে সারাজীবন

ভালোবাসা চাইনি আমি
প্রেম চাইনি কারোর কাছে
বলেছিলেম বলছি এখন শুনে রাখো
চেয়েছিলেম একটা ঘুঘু ডাকুক আমার জনম জনম
এ-তো শুধু চেয়েছিলেম
আর কিছু নয় আর কিছু নয়!

তারিখ-
বাংলা= ১৪২৯
বার=বুধবার
ইংরেজী=১৮-০৫-২০২২
সময়ঃ=০৪-৪৩ মিঃ
স্থানঃ=খুলনা