পৃথিবীতে আসার পর ভেবেছিলাম
ভালোবাসা ছাড়া আর কিছুই নেই
এখন দেখি ভালোবাসা জোড় হাত তুলে বলে
ক্ষমা করো আমায়
আমি এক ভালোবাসাহীন শব্দের সম্ভার
ধোকার রাজ্যে বাস করি আমি
প্রতিনিয়ত ধোকা দিয়ে চলেছি মানুষকে
চাদ্দিকে তাকিয়ে দেখি শুধু অন্ধকার
ডাক শুনি মাঝে মধ্যেই ঝিঝি পোকার
স্বার্থের করাঘাতে মানুষ হয় দূর্নিবার
তবুও অপেক্ষায় থাকি
আর বুকের কপাট খুলে রাখি
যদি ভুল করে ঢুকে পড়ে
প্রেমময় কোনো পাখি