নারী হয়ে জন্মালে কেন হয় পাপ?
পেতে হয় সংসারে সদা অভিশাপ
মানবের জন্ম বিধাতার হাতে
নারীর কি অপরাধ জন্মালে তাতে?

মা-বাবার ঘর ছেড়ে যায় স্বামীর বাড়ি
শ্বাশুড়ির সাথে দেখি লেগে যায় আড়ি
বৌ  আর শাশুড়ি দু’জনেই মেয়ে
মায়া নেই শ্বাশুড়ির দেখো না চেয়ে।

বৌ হয়ে এসেছিলো শ্বাশুড়ি একদিন
পুষিয়ে নিতে চায় অতীতের ঋণ
সারাদিনে বৌমার শত অপরাধ
ক্ষমা নয় শাস্তি পেতে হবে তার ।

নির্মম শ্বাশুড়ি জাহেলের কাছে
নাজেহাল অপমান হতে হয় পাছে
কিছু তার নাই বলার সহ্যগুন ভারি
নাহলে ছাড়তে হয় শ্বাশুড়ির বাড়ি ।

স্বামী তাঁর নিজ ছেলে বলার কিছু নাই
বৌ বলে সহ‍্যের সীমা আর নাই
চাইলে কি পালানো এতোই সোজা
বন্ধনে আটকানো শিকলে বাঁধা ।

নিশিরাতে বুকচেপে কেঁদে যায় মেয়ে
টেরপেয়ে শ্বাশুড়ি চুল ধরে যেয়ে
ভুলে যায় শ্বাশুড়ি সেও এক নারী
অপমানে শ্বাশুড়ি তবে কেন ভারি?

নারী হয়ে নারীর ওপর এতো অপমান
কবে নারীর হবে বোধ হবে অবসান?
যুগযুগ ধরে কাঁদে বাংলার নারী
বেদনায় নীল হয় আকাশটা ভারি।