ব্যাঙ নিয়ে খেলা কেনো? দোষ ছিলো বালকের
বুঝতো কি তারা সব? জান যাবে ব্যাঙ এর।
আজকের বালকেরা বুদ্ধিমান শয়তান
চোখ মারে টিপ দেয় ছাপ হয় ময়দান।
কয়নারে কেউ আজ মানুষ গুলো মরছে
গুলি খেয়ে আগুনের ধুয়ায় সব পুড়ছে।
এই হলো একালের বালকের কাহিনী
লেলিয়ে চেয়ে দেখে পারঙ্গম বাহিনী।