তোমার জন্য উঠলো জেগে মন
মনকে বললাম যারে উড়ে
কররে পরশন।
মনটা আমার ঠিকই গেলো উড়ে
মনটা রইলো তারই কাছে
সেযে গেলো ছেড়ে।
মনের কথা কারে আমি কই
একলা হ'য়ে থাকলাম আমি
পেলাম না আর সই।
এমনি ক'রে কাটছিলো বেশ দিন
হঠাৎ ক'রে উঠলো বেজে
টেলিফোনের বীণ।
ছলবলে কইলাম কিছু কথা
জ্বলছিলো হায় মনের আগুন
পুড়ছিলো সব ব্যাথা।
আসতে ধীরে সবই হলো ঠিক
সবই আমি হারিয়ে শেষে
হলাম যে দিকবিদিক।
অন্ধকারে ঠিকই ছিলাম ভালো
তবুও ক্যান নাড়লে আমায়?
জ্বাললে দুখের আলো।
জীবন আমার ঐযে হলো শেষ
ছাই ভস্ম নিয়ে আমি
এইতো আছি বেশ।