বাধ্য হয়ে কেউ কেউ আমরা ভুলের রশি ধরি
সেই ভুলেরই মাশুল গুণি সারাজনম ভরি
হা বলিনা না বলিনা তবুও হই রাজী
হা না মাঝের দোলাচলে নীরবে হই বাজী।
আসলে ঠিক চাইনি আমি করতে এমন ভুল
নীরবতার জন্য তোমার হলো আমার ভুল
সেই ভুলেরই জন্য আজি তুমি এবং আমি
দুই ভূবনে কাঁদছি দু’জন কাঁদছি দিবস যামী।
সময় থাকতে বুঝিনা কেউ ভালোবাসার মূল্য
এ জগতে নাইরে কিছু ভালোবাসার তুল্য
আজকে তুমি দূরে বসে কাঁদো ক্ষণে ক্ষণে
আমিও ঠিক তোমার মতো কাঁদি বনে বনে।
তোমার আমার এ বেদনা যায়না কাউকে বলা
বুকভরা এই কষ্ট নিয়ে যায়না পথচলা
দু’জন আজি দু’জগতে কাঁদছি দূরে ব’সে
কান্না দেখে আকাশের তারারা যায় খ‘সে।
বাংলা= ০৯ই আষাঢ় ১৪২৯
বার= রৃহস্পতিবার
ইংরেজী=২৩-০৬--২০২২
সময়ঃ=১৮-৩৪ মিঃ
স্থানঃ খুলনা