কি হলো আজ এই সমাজে
ছিঁচকে চোর হয় মেম্বার
চেয়ারম্যান আজ নন ম্যাট্টিক
নাই যে তাহার নাম্বার।
এমপি হলো চোরা কারবার
স্মাগলিং এর সরদার
যেওনা কেউ তাহার কাছে
কোরো না কো আবদার।
পেটে তাহার দারুণ ক্ষুধা
মিটবে না আর কভু
সকল খাবার খাওয়ার পরেও
পেট ভরে না তবু।
টিন খাবে গম খাবে
গরীবের সব টাকা
খাবার পরে ও চেয়ে দেখে
একাউন্ট তার ফাঁকা।
গাছ খাবে নদী খাবে
খাবে নদীর জল
বিধবার জমি খাবে
খাবে অশ্রুজল।
কমিশন আর চাঁদার টাকায়
হায় আলিশান বাড়ি
এমপি হয়ে কয়না কথা
দেমাক যে তার ভারি।
স্ত্রী ও মেয়ের জন্য
পৃথক পৃথক গাড়ি
বিদেশি সব ফার্নিচারে
ভরা যে তার বাড়ি।
এতোকিছুর পরে ও যে
মন ভরে না তবু
ফকির ছিলো আগে সে যে
ভাবে না আর কভু।
জনগণের নেতা হয়ে
লুটেপুটে খায়
গরীব কাঁদে ক্ষুধার জ্বালা
কি বা আসে যায়।
সততা তার মূলনীতি
মেনে চলে সদা
পরের টাকায় করে বাড়ি
নাই যে কোনো বাঁধা।