একটু খানি বাতাস দেহে আসা যাওয়া করে
সেই বাতাসেই বাঁচে মানুষ বছর বছর ধরে
দেহ খানি অনেক বড় কলকবজাতে ভরা
সংস্কার না করলে দ্রুত ছাড়তে হবে ধরা।

দেহখানি চলতে পারে বাতাস ঢোকে বলে
বাতাস যদি না থাকে তো জীবন যাবে চলে
হায়রে খেলা বিধির লীলা বুঝা বড় দায়
যানখানি যে চলতে থাকে বিধাতার দয়ায়।